Pitoler Shidhur Kouta – পিতলের সিঁদুর কৌটা
Size – 2”
Weight – 60 g
Material – Brass / Pitol
কিভাবে পরিষ্কার করবেনঃ
১। লবণ আর লেবুর রস
বাসন মাজার ফোমের মধ্যে একটু লবণ আর লেবুর রস নিয়ে নিন । এরপর এটি পিতল ও তামার বাসনপত্রের ওপর নিয়ে ঘষতে থাকুন, এর ফলে বাসনপত্রের কালচেভাব দূরে চলে যাবে। এরপর জল দিয়ে ধুয়ে নিন বাসনপত্র একেবারে নতুনের মত চকচক করবে।
২। টমেটো সস আর লবন
টমেটোর সসের মধ্যে অ্যাসিড থাকে, যা বাসনপত্র পরিষ্কার করতে ভীষণভাবে কার্যকর। তাই পিতল-তামার বাসনে সস দিয়ে পুরু করে লাগিয়ে রেখে দিন, কিছুক্ষণ সেইভাবেই বাসনপত্রগুলি রেখে দিন। একঘন্টা পর একটি মাজুনি নিয়ে ঘষতে থাকুন। প্রয়োজন মনে হলে টমেটোর সসের সাথে একটু লবণ দিয়ে তারপর মাজনি দিয়ে ঘষুন জিনিসপত্র একেবারে ঝকঝক করবে।
৩। তেঁতুল
তামা-পিতলের বাসন মাজার ক্ষেত্রে তেঁতুলের ব্যবহার অনস্বীকার্য। তামা পিতলের বাসনে তেঁতুল নিয়ে ঘষে দিন,তাহলে দেখবেন সেগুলি একেবারে নতুন বাসনের মত চকচক করছে।
৪। বেকিং সোডা
তামা পিতলের জিনিসপত্র মাজতে হলে বেকিংসোডা ব্যবহার করুন। একটা মাজুনিতে বিকিংসোডা দিয়ে ভালোমতো ঘষে নিয়ে পরিষ্কার করুন। অনেকে আবার বেকিং সোডার সাথে নুন মিশিয়ে ও তামা পিতলের বাসন পত্র পরিষ্কার করে থাকেন।
৫। ছাই
তামা পিতলের বাসনপত্র মাজতে ছাই ব্যবহার করতে পারেন। একটা মাজুনিতে একটু ছাই নিয়ে একটু ঘষে নিলেই দেখবেন বাসনপত্র একেবারে নতুনের মতো ঝকঝক করবে।
৬। ভিনিগার
তামা-পিতলের বাসনপত্রের উপর ভিনিগারটা ছিটিয়ে দিন, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। আধঘন্টা পর একটা ছোবড়া দিয়ে ঘষতে থাকুন,এরপর জল দিয়ে ধুয়ে নিলেই দেখবেন বাসনপত্র একেবারে নতুনের মত চকচক করছে।
তবে এই কাজে খসখসে জিনিসের ব্যবহার (যেমনঃ তারের জালি) আপনার প্রিয় পিতলের পাত্রের উপর আঁচড়ের মতো দাগ তৈরি করতে পারে এবং তাতে নষ্ট হয়ে যেতে পারে তার সৌন্দর্য | সেই জন্য ফোম বা কাপড় ব্যবহার করবেন।
Reviews
There are no reviews yet.